ইউরো সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে জেলেনস্কি

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর এবার যুক্তরাজ্য সফরে গেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার পাশাপাশি ইউরোজোনের দেশগুলোর ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনটির আয়োজন করছেন কিয়ার স্টারমার। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ অবসান নিয়ে সম্মেলনে আলোচনা চলবে। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তি করার আগে দিয়ে এই আলোচনা হচ্ছে। এই চুক্তি করা নিয়েই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাদানুবাদে জড়িয়েছিলেন জেলেনস্কি। ফলে খনিজ চুক্তি আর সই হয়নি। ট্রাম্পের সঙ্গে এই বিরূপ সম্পর্কের প্রেক্ষাপটে জেলেনস্কিকে সমর্থন দিচ্ছেন ইউরোপীয় নেতারা। বেশ কিছু সংখ্যক ইউরোপীয় নেতা গত ২৮ ফেব্রুয়ারিতেই জেলেনস্কিকে দৃঢ় সমর্থন দিয়েছেন। এর মধ্যে আছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টও।

আর যুক্তরাজ্যকে যুদ্ধের শুরু থেকেই মিত্র হিসেবে পেয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় যোদ্ধাদের জন্য যুক্তরাজ্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমারের পূর্বসূরি ঋষি সুনাক। এবার ট্রাম্পজেলেনস্কি বাকবিতণ্ডার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারও ইউক্রেনেকে ‘নিরবচ্ছিন্ন সমর্থন’ দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও বলেছেন, যত দিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধট্রাম্প-জেলেনস্কি সংঘাতে বিভক্ত রিপাবলিকানরা