ইউরো কাপে ড্র করলো জর্জিয়া ও চেক রিপাবলিক

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

ইউরো কাপে পরের রাউন্ডে যেতে এই ম্যাচ জিততেই হতো দুই দলের। কেননা আগের ম্যাচে দুই দলই হেরেছিল। এমন সমীকরণকে সামনে রেখে হামবুর্গে খেলতে নামে জর্জিয়া ও চেক রিপাবলিক। কিন্তু আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচ শেষ হয় ১১ সমতাতেই। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে চেক রিপাবলিক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডিবক্সের ভেতর চেক ডিফেন্ডার রানাকের হাতে বল লাগলে ভিএআরের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে দলকে ১০ ব্যবধানে এগিয়ে দেন মিকাতাদজে। ৫৯ মিনিটেই সমতায় ফেরে চেক রিপাবলিক। কর্নার থেকে লিঙ্গারের হেড গোলবারে লেগে প্রতিহত হয়, রিবাউন্ডে প্যাট্রিক শিক গোল করে দলকে সমতায় ফেরান।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-দিল্লি ১০ সমঝোতা স্মারক সই, ৭টিই নতুন
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ হকির ফাইনালে বাংলাদেশ