ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে সন্ত্রাসী নিহত

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরের পেরাছড়া এলাকায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ইউপিডিএফের (প্রসিত খীসা) গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অ্যাসল্ট রাইফেল (এম১৬), দুই রাউন্ড এমজি/স্নাইপার অ্যামোনিশন, ৯০ রাউন্ড রাইফেল অ্যামোনিশন, একটি ওয়াকিটকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’ পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লংগদু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কিচিংছড়া নামক এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ। এদিকে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে উল্লিখিত এলাকাটি লংগদু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিচিংছড়া গ্রাম বলছেন স্থানীয়রা।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিংছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।’

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭, থানায় মামলা
পরবর্তী নিবন্ধসারা দেশে ভোটার বাড়ল ১৮ লাখের বেশি