ইউপিডিএফ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে অপহরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি তিন গ্রামবাসীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃত রাজলক্ষ্মী চাকমার স্বামী এবং রণ জ্যোতি চাকমার পিতা ধর্ম দাশ চাকমা বাদী হয়ে দীঘিনালা থানায় উক্ত মামলা দায়ের করেন। এতে ইউপিডিএফ নেতা অমর সিন্ধু চাকমাসহ ৫ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন, দানবীর চাকমা, তৃপ্তি রানী চাকমা, সুশীল কুমার চাকমা ও ফণী ভূষণ চাকমা।
গত রোববার দুপুরে স্থানীয় কার্বারি প্রণয় চাকমার মুঠোফোনের মাধ্যমে তাদের বাবুছড়া ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকেই তাদের অজ্ঞাতস্থানে নিয়ে যায়। আর তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মামলার বাদী ধর্ম দাশ চাকমা জানান, প্রতিবেশী দানবীর চাকমার সাথে ভূমি নিয়ে বিরোধ ছিল। অন্যদিকে দানবীর চাকমার স্ত্রী তৃপ্তি চাকমার বড় ভাইইউপিডিএফ-প্রসীত এর গুরুত্বপূর্ণ নেতা।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৬০
পরবর্তী নিবন্ধবাজির ঘোড়া ছুটছে জোর কদমে