ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

চন্দনাইশ থানায় অভিযোগ

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম চৌধুরী ও ইউপি মেম্বাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘মিথ্যা তথ্য’ দিয়ে অপপ্রচার করায় চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই অভিযোগটি দায়ের করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন। অভিযোগে ৬ জনের নাম উল্লেখ ও আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে বরকল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঠানদন্ডি রাস্তার মাথার একটি দোকানে ভিজিএফের চাল বিক্রি করা হচ্ছে। এ রকম ছবি ও ভিডিও ‘চন্দনাইশ খবর’ নামে একটি অনলাইন পোর্টালে প্রচার করে। পরে তা আরো বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়।

অভিযোগের বাদি ইউপি সদস্য সেলিম উদ্দিন জানান, ইউনিয়নের কানাইমাদারী এসআই দস্তগির বাড়ির সামনে ড্রেন নির্মাণের জন্য কাবিকা থেকে বরাদ্দকৃত চালকে ভিজিএফের চাল বিক্রি করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মানহানি করা হয়েছে। অথচ গত ৮ জুলাই ট্যাগ অফিসারের উপস্থিতিতে ভিজিএফের চাল আইনগতভাবে বিতরণ করা হয়। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে বিএনপির ইমাম কে, জনগণ জানতে চায় : কাদের
পরবর্তী নিবন্ধগভীর সাগরে ইয়াবার চালান