ইউনূসের শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নামে শ্রম আইনে করা পাঁচটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।

গত ২৪ অক্টোবর হাই কোর্ট পাঁচ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেয়। শ্রম আইনে করা মামলাগুলোর কার্যক্রম বাতিল চেয়ে মুহাম্মদ ইউনূসের করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্ট এই রায় দিয়েছিল। এরপর হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। এই লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আদেশ দিল আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। মুহাম্মদ ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। কর্মচারীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ ও ২০১৯ সালে হাই কোর্টে পৃথক আবেদন করেন মুহাম্মদ ইউনূস।

প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট বিভিন্ন সময়ে রুলসহ আদেশ দেয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচটি আবেদন গতকাল আপিল বিভাগে শুনানির পর খারিজ হলো।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’ পরিষ্কার করলেন পিএইচপির মহসিন
পরবর্তী নিবন্ধকমিউনিটি পুলিশের নতুন রূপ সিটিজেনস ফোরাম