গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন পরিচালকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। খবর বিডিনিউজের।
আগামী ৩ অগাস্ট পর্যন্ত এ স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়। ফলে এসময়ের মধ্যে মামলাটি যে আদালতে যে অবস্থায় আছে, সে আদালতে সে অবস্থায় থাকবে। আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। মুহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন।