ইউনিয়ন ব্যাংকের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

ইউনিয়ন ব্যাংকের খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর এবং চাঁদপুর অঞ্চলের শাখা সমূহের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পর্যালোচনা সভা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, এসইভিপি মো. গোলাম মোস্তফা এবং ইভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর এবং চাঁদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ। প্রধান অতিথি কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী নজুমিয়া হাটে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের নেতৃত্বে নরসিংদীতে স্কুল ব্যাংকিং সম্মেলন