বাঁশখালীতে ‘ইউটিউব দেখে দেওয়া চিকিৎসায়’ ঝলসে গেছে রোগীর শরীর। গত রোববার রাতে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম অভিযান পরিচালনা করে অভিযুক্তকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করেন এবং ভুক্তভোগী রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের নির্দেশ দেন।
ভুক্তভোগী বাঁশখালীর শেখেরখীল ৬নং ওয়ার্ড এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে খলিলুর রহমান, তিনি পেশায় একজন রিকশাচালক। অপরদিকে অভিযুক্ত কামরুল ইসলাম নাপোড়া বাজারে চেম্বার করেন।
জানা যায়, বাঁশখালীর পুইছড়ি এবং শেখেরখীলের সীমান্তবর্তী নাপোড়া বাজারে কামরুল ইসলাম আহত খলিলুর রহমানকে ইউটিউব দেখে থেরাপি দিলে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। রোববার রাত ১১টার দিকে খবর পাওয়া মাত্রই ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। তিনি কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কামরুল ইসলাম তার দোষ স্বীকার করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ওই রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের নির্দেশ দিয়ে সাজা প্রদান করেন ইউএনও।