রুশ বাহিনী গত মাসে কুর্স্ক থেকে ইউক্রেনের সেনাদের হটিয়ে দেওয়ার পর চলতি সপ্তাহে প্রথমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমের এ অঞ্চলটি সফর করেছেন। মঙ্গলবার এ সফরের সময় পুতিন অঞ্চলটিতে ক্রিয়াশীল স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর সঙ্গে দেখা করেন এবং কুর্স্ক–২ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন, জানিয়েছে ক্রেমলিন। স্বেচ্ছাসেবক এবং ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার খিনশতিনসহ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের দৃশ্য দেখিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। ক্রেমলিন ফার্স্ট ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো এ সফরে রুশ প্রেসিডেন্টের সঙ্গী হয়েছিলেন। খবর বিডিনিউজের।
রাশিয়া গত মাসের শেষদিকে জানায়, তারা ইউক্রেনীয় বাহিনীকে কুর্স্ক থেকে হটিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে হওয়া সবচেয়ে বড় সামরিক অনুপ্রবেশের ইতি টেনেছে। ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষীদের সুরক্ষা নিশ্চিত ও প্রতিবেশী দেশ থেকে ‘নব্য নাৎসিদের হটাতে’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো তাদের ভাষায় ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ নামে।