ইউক্রেনের খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র কুপিয়ানস্কের অনেক ভেতরে রাশিয়ার বাহিনী ঢুকে পড়েছে আর তারা একাধিক রেলস্টেশন দখল করে নিতে দক্ষিণমুখে এগিয়ে যাচ্ছে বলে ওই যুদ্ধক্ষেত্রে থাকা এক রুশ কমান্ডার দাবি করেছেন। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, ওই কমান্ডার তার শনাক্তকরণ সাইন হান্টার এবং তিনি রাশিয়ার ১৪৮৬তম মোটরাইজড রাইফেল রেজিমেন্টের অ্যাসাল্ট ডিটাচমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক বলে নিজের পরিচয় দিয়েছেন। হান্টার জানিয়েছেন, তার বাহিনী কুপিয়ানস্কের পূর্ব প্রান্তে একটি তেল ডিপোর নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা এক ভিডিও বিবৃতিতে তিনি বলেছেন, কুপিয়ানস্ক–ভুজলোভির দিকে যাওয়া রেলপথের একাধিক স্টেশনেরও নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। কুপিয়ানস্ক–ভুজলোভি এলাকাটি কুপিয়ানস্ক শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, রাশিয়ার বাহিনী নিকটবর্তী এলাকা কুপিয়ানস্ক– সোরতুভালনি রেলস্টেশনের দখল নেওয়ার জন্যও লড়াই করছে।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের এসব প্রতিবেদন তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক ও খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলতে রাশিয়া সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। তবে সোমবার ইউক্রেন দাবি করেছে, তারা পোকরোভস্কের পূর্বে মিরনোরাহডে সরবরাহ পাঠিয়েছে।
রাশিয়ার যুদ্ধ ব্লগাররা মঙ্গলবার যাচাই করা হয়নি এমন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, রাশিয়ার বাহিনী কুয়াশা ঢাকা একটি সড়ক ধরে পোকরোভস্ক শহরে প্রবেশ করছে। এই ভিডিওটি কখন গ্রহণ করা হয়েছে আর এটির স্থান রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। ভিডিওতে রুশ সেনাদের মোটরসাইকেল, গাড়ি ও অন্যান্য যানবাহনে করে আবর্জনা ছড়ানো একটি রাস্তা দিয়ে এগিয়ে যেতে দেখা গেছে। রাস্তার পাশে একটি ড্রোন উড়তে দেখা গেছে।
ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্দার সিরস্কি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পোকরোভস্ক দখল করতে অভিযান চালানোর জন্য রাশিয়া প্রায় দেড় লাখ সেনা জড়ো করছে, এসব সেনার মধ্যে মেকানাইজড গ্রুপ ও মেরিন ব্রিগ্রেডগুলো আছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার বাহিনী অগ্রগতি রুখতে ঘনবসতি এলাকাগুলোতে অবস্থান নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে আর তারা রাশিয়ার নাশকতা ইউনিটগুলোর সঙ্গেও লড়াই করছে।










