ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া : জাতিসংঘের তদন্তদল

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্তদল। শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে দেওয়া একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়। রাশিয়া ইউক্রেনে হামলার সাত মাস পূরণ হবে শনিবার। এর একদিন আগেই এমনটি জানালো জাতিসংঘের তদন্তদল। খবর বাংলানিউজের।
জাতিসংঘের তদন্তদলের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের এলাকায় বোমা হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে ও যৌন নির্যাতন চালিয়েছে। তদন্তদলের প্রধান এরিক মোসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে বলেন, কমিশন দ্বারা সংগৃহীত প্রমাণের ভিত্তিতে বলা যাচ্ছে যে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ৩৪
পরবর্তী নিবন্ধবাড়ছে বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর