রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইউক্রেনের আকাশ সীমায় নো ফ্লাই জোন ঘোষণার জন্য ইউক্রেনের পক্ষ থেকে গত কদিন ধরে নেটো জোটের ওপর চাপ দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে একাধিকবার নেটোর প্রতি এই আহ্বান জানিয়েছেন। কিন্তু ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস গতকাল বুধবার আবারো সেই সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, নেটো যদি তেমন ঘোষণা দেয় এবং রাশিয়া যদি তা ভাঙার চেষ্টা করে তবে পুরো ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আমেরিকার পক্ষ থেকেও এর আগে ইউক্রেনে নো ফ্লাই জোনের সম্ভাবনা নাকচ করা হয়। খবর বিবিসি বাংলার।
তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ যেভাবে হামলা প্রতিহত করছে তাতে বড় কোনো শহরের নিয়ন্ত্রণ নেয়া রাশিয়ার জন্য দুরূহ হবে।