ইউক্রেনীয় তরুণী-রুশ তরুণের বিয়ে

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান গতকাল শুক্রবার ৫১তম দিনে গড়িয়েছে। এই যুদ্ধের মধ্যেই ভালোবাসার পূর্ণতা দিয়েছে ইউক্রেনীয় তরুণী দারিয়া সাখনিউক ও রাশিয়ান যুবক সাইমন ডোব্রোভস্কি। দারিয়া সাখনিউক ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি ডেন্টাল অফিসে প্রশাসক হিসেবে কাজ করতেন। সাইমন ডোব্রোভস্কি একজন অডিওলজিস্ট। খবর বাংলানিউজের।
দু’জনই মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থী। যুদ্ধের আগে দু’জনেই ইউক্রেনে বসবাস করছিলেন এবং চলতি এপ্রিলে কিয়েভে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু যুদ্ধের কারণে তা আর হয়ে ওঠেনি। অবশেষে দেশান্তরী হয়ে মেক্সিকোতে গিয়ে মার্কিন সীমান্ত লাগোয়া তিজুয়ানা শহরে গিয়ে বিয়ে সারলেন তারা। পরিণত পেল তাদের সাড়ে তিন বছরের প্রেম। বুধবার মেক্সিকান সিভিল রেজিস্ট্রি অফিসে বিয়ে করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধআল-আকসায় ইসরায়েলি তাণ্ডব দেড় শতাধিক ফিলিস্তিনি আহত
পরবর্তী নিবন্ধইউক্রেনের হামলায় ডুবল রুশ যুদ্ধজাহাজ মস্কভা