ইউক্রেনীয় বাহিনী হটিয়ে সেনারা শিগগিরই কুর্স্ক পুনর্দখল করবে : রাশিয়া

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

রাশিয়া বলেছে, তাদের সেনারা শিগগিরই সীমান্তবর্তী কুর্স্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে অঞ্চলটি পুনরায় নিজেদের দখলে নেবে, এতে কোনও সন্দেহ নেই। রাশিয়ার সীমান্তবর্তী এই কুস্কের বেশ কিছু এলাকা গত ৭ মাস ধরে ইউক্রেনীয় সেনাদের দখলে আছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার বাহিনী কুর্স্কের গুরুত্বপূর্ণ সুঝাসহ আরও তিনটি শহর পুনরায় দখলে নেওয়ার পর ইউক্রেনীয় সেনাদের বাদবাকি অবস্থানের ওপর বোমা বর্ষণ করছে।

সুঝা শহরটি ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত এবং এমন একটি রাস্তার ওপর পড়ে যে রাস্তাটি কিইভ তাদের সেনাদের জন্য রসদ সরবরাহে ব্যবহার করে থাকে। এর আগে ক্রেমলিন এই সুঝা শহর দখলে নেওয়ার পরই বলেছিল, তারা ইউক্রেনের সেনাদেরকে কুর্স্ক অঞ্চল থেকে তাড়ানোর চূড়ান্ত ধাপে আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার কুর্স্কে আকস্মিক পরিদর্শনে যান। ইউক্রেনের সেনাবাহিনী প্রধান ওলেঙান্দর সিরস্কি এও ইঙ্গিত দেন যে, তাদের কিছু সেনা কুরস্ক থেকে প্রত্যাহার হচ্ছে। কুর্স্কে রুশ বাহিনীর অগ্রগতি এবং ইউক্রেনীয় সেনাদের এই পিছু হটা এমন সময়ে ঘটছে যখন মার্কিন কর্মকর্তারা ইউক্রেইনের সঙ্গে ৩০ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রাশিয়ায় গেছেন। খবর বিডিনিউজের।

গত বছর আগস্টে ইউক্রেনের সেনারা হঠাৎ করে কুরস্কে ঢুকে পড়ে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছিল। সেটি ছিল ১৯৪১ সালে নাৎসি জার্মানির পর রাশিয়ার মাটিতে প্রথম আগ্রাসন। এতে বিব্রতকর অবস্থায় পড়েন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সেনা কমান্ডাররা। কিইভ কুরস্ক অঞ্চলকে ভবিষ্যতে তাদের দখল হয়ে যাওয়া কিছু অঞ্চল ফিরে পেতে দরকষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য এর দখল ধরে রাখতে মরিয়া ছিল। কিন্তু রাশিয়া পাল্টা আক্রমণ চালিয়ে প্রথম থেকেই ধীরে হলেও কুরস্কে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ডে শতাধিক দিন বাঁচলেন এক অস্ট্রেলীয়
পরবর্তী নিবন্ধট্রেন ছিনতাই ঘটানো হয়েছে আফগানিস্তান থেকে