ইউক্রেনকে ৪৫ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের জন্য আরও ৪৫ কোটি পাউন্ড সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। ব্রাসেলসে ৫০ দেশের প্রতিনিধিদের নিয়ে যুক্তরাজ্য ও জার্মানির একটি সম্মেলন আয়োজনের মাঝেই এমন ঘোষণা এল। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, প্রতিরক্ষা কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘চাপ তৈরি’ করা এবং ইউক্রেনে আগ্রাসন বন্ধে তাকে বাধ্য করার জন্য এ সম্মেলন আয়োজন করছে। তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করে রাশিয়ার আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। খবর বিডিনিউজের।

বিবিসি জানায়, ইউক্রেনের জন্য যে সহায়তা ঘোষণা করা হয়েছে তাতে শতসহস্র ড্রোন, ট্যাঙ্কবিধ্বংসী মাইন এবং সামরিক যানবাহন মেরামতের জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। সহায়তা প্যাকেজের প্রায় ৩৫ কোটি পাউন্ড যুক্তরাজ্য সরবরাহ করবে। আর ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে নরওয়ে থেকে বাড়তি তহবিল আসবে। ইউক্রেনকে ইতোমধ্যেই সরবরাহ করা যান এবং সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬ কোটি পাউন্ড সহায়তা প্যাকেজে বরাদ্দ করা হয়েছে। সরকার জানিয়েছে, রাডার সিস্টেম, ট্যাঙ্কবিধ্বংসী মাইন এবং লাখ লাখ ড্রোনের জন্য ২৫ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের ‘ক্লোজ ফাইট’ সামরিক সহায়তাও এই প্যাকেজে আছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ইউক্রেনকে সথাসম্ভব শক্তিশালী অবস্থানে রাখার জন্য এই গ্রুপের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধের কথা ভুলে শান্তি বিপন্ন করতে পারি না। সে কারণে আজকের সহায়তা প্যাকেজটি ইউক্রেনের সম্মুখ সারির যুদ্ধে সমর্থন বাড়াবে।

ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকে তিনি বলেন, ২০২৫ সাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমাদের কাজ হল ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া। অন্য দেশগুলো ইউক্রেনের জন্য আরও বেশিকিছু কী করতে পারে তা ভেবে দেখতে অন্য দেশগুলোকে আহ্বান জানান তিনি।

ইউক্রেনকে দেওয়া সামরিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যুক্তরাজ্য এই তহবিল দিচ্ছে। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের পর ইউক্রেনের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তি ঘোষণা করেছিলেন। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ থেকে পাওয়া মুনাফার মাধ্যমে আরও সামরিক সাহায্য দেওয়ার জন্য ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়া হয়। তবে যুক্তরাজ্য সরকার ঘোষিত এই সহায়তা প্যাকেজটিকে ‘ছোট পরিবর্তন’ আখ্যা দিয়ে ইউক্রেনকে আরও তহবিল দেওয়ার জন্য যুক্তরাজ্যে রাশিয়ার সম্পদ জব্দ করতে সরকারকে আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা।

পূর্ববর্তী নিবন্ধইসরাফিল খসরুর সার্বিক মঙ্গল প্রার্থনা
পরবর্তী নিবন্ধরাউজানে তিন মামলার আসামি ছাত্রলীগ কর্মী আটক