ইউক্রেনকে আবার ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

এ বছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে বাকবিতণ্ডার বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি অকৃতজ্ঞ বলে কটাক্ষ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আবারও ইউক্রেনের নেতাদেরকে ‘অকৃতজ্ঞ’ বললেন তিনি।

রাশিয়ার যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের চেষ্টায় ইউক্রেন ‘কোনো রকম কৃতজ্ঞতা’ দেখাচ্ছে না বলে এবার অভিযোগ ট্রাম্পের। রাশিয়াইউক্রেন যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও এর ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিরা জেনিভায় বৈঠক করার সময়ই তিনি এই অভিযোগ করলেন। খবর বিডিনিউজের। গতকাল রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের নেতারা আমাদের প্রচেষ্টায় ‘শূন্য কৃতজ্ঞতা’ দেখিয়েছে। ইউরোপের বিরুদ্ধেও অভিযোগ করে তিনি লেখেন, তারা রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে। একইসঙ্গে যুদ্ধকে ‘অযথাই বহু মানুষের প্রাণহানি এবং প্রত্যেকের জন্যই হতভাগ্য’ আখ্যা দিয়ে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনকে তীব্রভাবে আক্রমণ করেছেন। বলেছেন, আগের সরকারের আমল থেকে তিনি এমন এক যুদ্ধ পেয়েছেন যেটি হওয়াই উচিত ছিল না। ইউক্রেনের দুর্বল নেতৃত্ব নিয়েও তিনি সমালোচনা করেন।

ইউক্রেইনে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের খসড়া পরিকল্পনা নিয়ে গতকাল সুইজারল্যান্ডের জেনিভায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও ইউরোপের একাধিক প্রভাবশালী দেশ। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তার ২৮ দফার খসড়া পরিকল্পনায় রাজি হতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে। তার ওই পরিকল্পনায় ইউক্রেইনকে ভূখণ্ড ছাড়তে হবে, সেনাবাহিনীর আকার কমিয়ে আনতে হবে, পরিত্যাগ করতে হবে নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন। পরিকল্পনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউক্রেইনের প্রতিনিধি দল বেরিয়ে আসার সময় তারা বলেছিল সবকিছু ভালয় ভালয় চলছে। ওই বৈঠক শেষের পরই স্যোশাল মিডিয়া পোস্টে বড় বড় হাতের অক্ষরে লেখা প্রেসিডেন্ট ট্রাম্পের লেখা দেখা যায়, যেখানে তিনি ইউক্রেনকে অকৃতজ্ঞ বলেন। প্রেসিডেন্টের এই মন্তব্য নিয়ে জেনিভার বৈঠকের মার্কিন প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তারা কিছুই বলেননি। নিরাপত্তা ঘেরাটোপে থাকা মার্কিন প্রতিনিধিদল এ সময় মুখে কুলুপ এঁটে ছিল।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে নারীর প্রতি সহিংসতা বন্ধে হাজারো মানুষের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধগাজায় ৪৪ দিনে নিহত ৩৪২