আরেকটি বিধ্বংসী বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে এখনই ইউক্রেনের শান্তি ফেরানোর আলোচনা শুরু করা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ঝানু কূটনীতিক হেনরি কিসিঞ্জার।
স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে কৌশলে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে উত্তেজনা হ্রাস করেছিল তার অন্যতম কারিগর ছিলেন এই কিসিঞ্জার। যিনি রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং প্রেসিডেন্ট জেরাল্ড ফোডের্র পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি কয়েকবারই সরাসরি সাক্ষাৎ করেছেন। দ্য স্পেকট্যাটর ম্যাগাজিনে কিসিঞ্জার কীভাবে আরেকটি বিশ্বযুদ্ধ এড়ানো যায়’ শিরোনামে একটি লেখা লেখেন। খবর বিডিনিউজের।