ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার এই ঐতিহাসিক অংশের স্বদেশে ফেরা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। মেদভেদেভ বলেন, ইউক্রেনের নেতৃবৃন্দ আত্মসমর্পণ না করা পর্যন্ত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাবে রাশিয়া। খবর বিডিনিউজের। সোমবার কৃষ্ণসাগর নগরী সোচিতে এক যুব ফোরামে বক্তব্যদানকালে মেদভেদেভ বলেন, ‘ইউক্রেনের এক সাবেক নেতা এক পর্যায়ে বলেছিলেন, ইউক্রেন রাশিয়া নয়। এই ধারণা চিরতরে বিলীন হওয়া দরকার। ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ। দেশের এই ঐতিহাসিক অংশ স্বদেশে ফেরা প্রয়োজন।’ মেদভেদেভের এই কথার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেনি ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের কর্মকর্তারা বারবারই মেদভেদেভ ও অন্যান্য শীর্ষ রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে রাজ্য জয়ের অবৈধ যুদ্ধ চালানোর অভিযোগ করে এসেছেন এবং বলেছেন, ইউক্রেন ও এর জনগণ রাশিয়া এবং রাশিয়ানদের থেকে আলাদা।