ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন

সতর্ক করলেন পশ্চিমাদের

| শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো পাল্টা হামলা চালাতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এমন আরও হামলা চলতে পারে বলে সতর্ক করেছেন পুতিন। তিনি বলেন, এ ধরনের অস্ত্র দিয়ে আরও হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে। খবর বিডিনিউজের।

পুতিন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদনের পর ইউক্রেন ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং ২১ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের তৈরি এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়।

মস্কোর স্থানীয় সময় গতকাল রাত ৮টার পর রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ঠিক ওই মুহূর্ত থেকেই ইউক্রেনে চলমান যুদ্ধ আঞ্চলিক থেকে বৈশ্বিক রূপ নিয়েছে। পুতিনের দাবি, যুক্তরাষ্ট্রই বিশ্বকে বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের আগ্রাসী পদক্ষেপ বাড়লে আমরাও সমান দৃঢ়তার সঙ্গে জবাব দেব।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন এটিএসএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইউক্রেনীয় হামলায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ২১ নভেম্বর স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে কুরস্ক অঞ্চলে একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, শত্রুর এসব অস্ত্র ব্যবহার সামরিক কার্যক্রমের গতিপথ বদলাতে পারবে না।

পুতিন সতর্ক করে দিয়ে বলেন, যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতেও আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে। কেউ যদি রাশিয়াকে দুর্বল মনে করে, তবে তারা ভুল করছে। আমরা প্রতিটা হামলার জবাব অবশ্যই দেব।

পূর্ববর্তী নিবন্ধসামনে বিরাট ক্রান্তিকাল, নির্বাচন যত দ্রুত তত মঙ্গল : ফখরুল
পরবর্তী নিবন্ধনিউমোনিয়ার পর বিশ্বে নবজাতকের মৃত্যুর বড় কারণ প্রিম্যাচিউর বার্থ