রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গত মাসে আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে বোঝাপড়া হয়েছে। খবর বিডিনিউজের।
চীনে আয়োজিত সাংহাই কো–অপারেশ অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলনের বক্তব্যে পুতিন একথা বলেন। তবে পুতিন স্পষ্ট করেননি যে, ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে তিনি রাজি হবেন কি না। এর আগে ট্রাম্প আলোচনার বিষয়ে সাড়া দেওয়ার জন্য পুতিনকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। চীনে এসসিও সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর সিদ্ধান্তের পক্ষে আবারও সাফাই গেয়েছেন।
তিনি এই যুদ্ধের জন্য ফের পশ্চিমা বিশ্বকে দায়ী করেন। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছিলেন, সম্ভাব্য ভবিষ্যৎ শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন পুতিন। তবে এ বিষয়ে মস্কো এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। পুতিন তিয়ানজিন সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান, ইউক্রেন সংকট সমাধানে তাদের ভূমিকার জন্য। রুশ তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন ও ভারতকে পশ্চিমারা সমালোচনা করছে, বলছে তারা রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখছে। পুতিন বলেন, আলাস্কার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যে বোঝাপড়া হয়েছে তা ইউক্রেনে শান্তির পথ খুলে দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তিনি চীনের সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সঙ্গে আলাপ করবেন।