ইউক্রেন যুদ্ধ অবসান হতে হলে পুতিনের শর্ত মানতে হবে : রাশিয়া

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

ইউক্রেনে যুদ্ধ বন্ধ হতে হলে তার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত পূরণ হতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন রিয়াবকভ। সোমবার তিনি ইউক্রেন প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও শান্তিচুক্তিতে পৌঁছানোর আগে রাশিয়ার সব শর্ত পূরণের ওপরই জোর দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন গতবছর জুনে ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে তার শর্তগুলো বিস্তারিতভাবে জানিয়েছিলেন। এর মধ্যে ছিল, ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন বাদ দেওয়া। আর ইউক্রেনের চারটি অঞ্চল থেকে পুরোপুরি সেনা সরিয়ে নেওয়া। ওই চারটি অঞ্চল বর্তমানে রাশিয়া তাদের অংশ বলে দাবি করেছে এবং অঞ্চলগুলো বেশিরভাগই রুশ শাসনে পরিচালিত হচ্ছে। রুশ উপপরাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ যত তাড়াতাড়ি শর্তগুলো বুঝে নিয়ে তা গ্রহণ করবে, তত তাড়াতাড়ি ইউক্রেন যুদ্ধের সমাধানে পৌঁছা যাবে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামানোর আলোচনায় যুক্তরাষ্ট্র অগ্রগতি করছে বলেই মনে করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্যাপক হারে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ডিপসিক : দক্ষিণ কোরিয়া
পরবর্তী নিবন্ধপুরো শ্রীলঙ্কা বিদ্যুৎবিহীন সরকার দুষল বানরকে