ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠককে সামনে রেখে সৌদি আরবে জেলেনস্কি

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১২:৩৭ অপরাহ্ণ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল মঙ্গলবার ভোরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বাগত জানিয়েছেন। খবর বাংলানিউজের।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। জেলেনস্কি এক গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সৌদি আরবে পৌঁছান, যেখানে ইউক্রেন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এই বৈঠক আজ লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সৌদি যুবরাজ ইউক্রেন সংকট সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সকল আন্তর্জাতিক প্রচেষ্টা ও উদ্যোগকে সমর্থনে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট সৌদি আরবের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, প্রেসিডেন্ট জেলেনস্কি কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, তাকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল বিন আব্দুলআজিজ ও অন্যান্য কর্মকর্তারা। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে পৌঁছালে, তাকেও স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পূর্ববর্তী নিবন্ধভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো শত শত বিদেশি
পরবর্তী নিবন্ধআইসিসির পরোয়ানায় গ্রেপ্তার ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে