ইউএসটিসির ১৮৪তম সিন্ডিকেট সভা

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র ১৮৪তম সিন্ডিকেট সভা দতকাল শনিবার উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় ইউএসটিসি সিন্ডিকেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উপাচাযের্র শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় নির্ধারিত আলোচ্য সূচি নিয়ে আলোচনা হয়। এতে ১৮৩তম সিন্ডিকেট সভার সিদ্বান্ত সমূহের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা হয়।

ইউএসটিসি সিন্ডিকেটের সভায় ৬ষ্ঠ ও ৭ম একাডেমিক কাউন্সিল মিটিং, ডিসিপ্লিনারি কমিটি মিটিং এবং ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট কমিটি ও রিক্রুটমেন্ট কমিটির গৃহীত সিদ্বান্তসমূহ অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওপিএ আনন্দ মেলা
পরবর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা বিএনপির প্রতিনিধি সভা