ইউএসটিসির সমাবর্তন ৩ মে

থাকছে দেশী-বিদেশী স্নাতক ডিগ্রিধারীরা ৮৪ শিক্ষার্থীকে দেওয়া হবে এওয়ার্ড

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক প্রয়াত (ডা.) নুরুল ইসলামপ্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ৫ম সমাবর্তন অনুষ্ঠান আগামী ৩ মে ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে গতকাল ইউএসটিসির কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্স ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপ উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নুরুল আবছার, উপ উপাচার্য (একাডেমিক এন্ড রির্চাস) প্রফেসর ড. নওশাদ আমিন, ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সসের অধ্যক্ষ প্রফেসর ডা. এহতেশামুল হক, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. বদিউল আলম, ইউএসটিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বড়ুয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নারায়ন বৈদ্য, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডীন রেজওয়ান করিম, ইউএসটিসির প্রক্টর আব্দুল মোতালেব ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। জানা যায়, প্রায় ৮,৯৭৫ জনেরও অধিক দেশীবিদেশী (বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, সৌদিআরব, সংযুক্ত আরবআমিরাত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকে আগত) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী উত্তীর্ণবর্গ ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবে। এরই মধ্য থেকে প্রায় ৮৪ জন শিক্ষার্থীকে ৪ ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হবে। চার ক্যাটাগরি হলোচ্যান্সেলর গোল্ড মেডেল এওয়ার্ড, ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল এওয়ার্ড, জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম গোল্ড মেডেল এওয়ার্ড এবং ডীন’স মেডেল এওয়ার্ড। সমাবর্তন বক্তা হিসেবে মালেশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি’র প্রেসিডেন্ট প্রফেসর দাতো ড. মাযলিহাম মোহাম্মদ সু’উদ উপস্থিত থাকবেন।

 

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে কাউন্সিলরের গরুর খামার, ভাঙল প্রশাসন
পরবর্তী নিবন্ধঢাকায় মূল হোতাসহ দুই আসামি গ্রেপ্তার