বিশ্ববিদ্যালয়ের করফারেন্স কক্ষে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ৬ষ্ঠ একাডেমিক কাউন্সিলের সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এর প্যাথোলজি ও প্যারাসিটোলজি বিভাগের অধ্যাপক ড. এ এম এ এম জোনায়েদ সিদ্দিকী, অনলাইনে সংযুক্ত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন এডভাইজার ড. মোহাম্মদ মাহামুদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সেন্টারের পরিচালক প্রফেসর ড. এবিএম ফারুখ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র ভৌমিক। এছাড়াও একাডেমিক কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করা হয়। পরিশেষে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি