ইউএসটিসির ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদের বিজনেস কার্নিভাল

| শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

ইউএসটিসির ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদের (এফবিইএস) উদ্যোগে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হলো বিজনেস কার্নিভাল।‘সামাজিক ব্যবসার মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়ন’ শীর্ষক এই কার্নিভালটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম. মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নূরুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল আবসার। কার্নিভালে এফবিইএসের সহকারী অধ্যাপক লুৎফুননাহার সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাগত বক্তব্য রাখেন এফবিইএসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন। এই বিজনেস কার্নিভাল উদ্যোক্তা, উদ্ভাবন এবং সামাজিক ব্যবসার চেতনা জাগ্রত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে যুবশক্তিকে ক্ষমতায়ন করা যায় সে সম্পর্কে আলোচনা করেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এই আয়োজনের মাধ্যমে ইউএসটিসি আবারও প্রমাণ করেছে যে তারা শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বন বিভাগের অভিযানে ১২ হনুমান উদ্ধার
পরবর্তী নিবন্ধসদরঘাট ঘাট গুদাম শ্রমিক দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন