ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র একাডেমিক কাউন্সিলের ৫ম সভা গতকাল শনিবার উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নিদিষ্ট আলোচ্যসূচীর উপর সদস্যগণ আলোচনায় অংশ নেন এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন লাভ করেন। বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ের মধ্যে ইউএসটিসি শিক্ষকদের জন্য সেরা প্রকাশনা এওয়ার্ড-এর নীতিমালাসমূহের অনুমোদন এবং বিভিন্ন বিষয়ে অবহিতকরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











