ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) ফ্যাকাল্টি অব বিজনেজ অ্যান্ড এন্ট্রেপ্রিনিউরিয়াল সায়েন্সের উদ্যোগে গত ১৮ জানুয়ারি Empowering Human Resources for Dynamic Environment শীর্ষক হিউমান রিসোর্স কনভেনশন অনুষ্ঠিত হয়। ফ্যাকাল্টি অব বিজনেজ অ্যান্ড এন্ট্রেপ্রিনিউরিয়াল সায়েন্স বিভাগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কনভেনশনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ–উপাচার্য প্রফেসর এম মহিউদ্দীন চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের সিওও এ এইচ এম লতিফ উদ্দীন চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমপ্লাইন্স কনসালটেন্ট এম গোলাম নেওয়াজ বাবুল, ট্যালেন্ট ম্যানেজম্যান্ট এর ফাউন্ডার এন্ড চীফ এক্সিকিউটিভ নোমান বিন জহির উদ্দীন, বিএসআরএম লিমিটেডের সাপোর্ট ফাংশন এন্ড এইচ বিভাগের প্রধান উসমান গণি মজুমদার।
অনুষ্ঠানে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন হেইডেলবার্গ সিমেন্টের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মিজানুর রহমান। তাছা্ড়া ডিসকাসেন্ট হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউএসটিসি রিসার্চ সেলের পরিচালক ড. মোহাম্মদ সাহাবউদ্দীন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান চন্দ্রা দাশ এবং সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ।
চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর হিউমান রিসোর্স প্রফেশনালদের সাথে স্ট্রং কানেক্টিভিটি, ইথিক্যাল লিডারশিপ ইন ডিজিটাল এরা, ডায়নামিক ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং এবং কোলাবরেশন বৃদ্ধির লক্ষ্যে হিউমান রিসোর্স কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেজ এন্ড এন্ট্রেপ্রিনিউরিয়াল সায়েন্সের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।