ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) উদ্যোগে ইউএসটিসি ক্যাম্পাসে ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হলো ফ্রেশারস রিসিপশন অনুষ্ঠান। ১০ জুলাই ব্যবসায় প্রশাসন সিএসই, ইইই ও ইআইটি এবং ১১ জুলাই বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের ফ্রেশারস রিসিপশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. রনজিত কুমার সাহা। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা তাদের জীবনের একটি উল্লেখযোগ্য ও নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে তারা জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে পারবে। ইউএসটিসি’র লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে তৈরী করা যাতে তারা তাদের কর্মের মাধ্যমে পরিবার, দেশ, জাতি ও সমাজে সুপরিচিত হতে পারে।
শুভেচ্ছা বক্তর্য রাখেন ইংরেজী ভাষা ও সাহিত্য অনুষদের ডীন প্রফেসর ড. গুরুপদ চক্রবর্তী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মো. শাহাবুদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন কাজী নুর ই আলম ছিদ্দিকী। সহকারী রেজিষ্ট্রার ড. মো. শাখাওয়াত উল্লাহ চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দিক সম্পর্কে অবহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











