ইউএসটিসিতে ‘তিন শূন্যের বিশ্ব’ শীর্ষক সেমিনার

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল সায়েন্সেস (এফবিইএস) অনুষদের উদ্যোগে গতকাল রোববার ‘তিন শূন্যের বিশ্ব গড়ার পথে এক ধাপ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রবর্তিত এই দৃষ্টিভঙ্গি একটি পৃথিবী গড়ার স্বপ্ন দেখায়, যা হবে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসিএর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুল কাদের, দিলীপ বড়ুয়া, প্রফেসর ড. নুরুল আবসার এবং প্রফেসর ড. এম. মহিউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক চন্দ্রা দাস এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ফাহমিদা আহমেদ সূচনা ও উদ্বোধনী বক্তব্যে সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ কালাম উদ্দিন, যিনি টেকসই উন্নয়নের ক্ষেত্রে একজন স্বনামধন্য বিশেষজ্ঞ। তার বক্তব্যে ‘তিন শূন্যের বিশ্ব’ বাস্তবায়নের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি ন্যায়সঙ্গত, সবুজ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবনী সমাধান প্রয়োগের আহ্বান জানান। সেশনে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদালত খাঁনের স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভা