ইউএসটিসিতে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ব্লক-ডি’তে তিন দিনব্যাপী এক এডমিশন ফেয়ার গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।
ফেয়ারের উদ্বোধন করেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসটিসির উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, ফ্যাকাল্টি অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. দেব প্রসাদ পাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. সৈয়দ আলী ফজল, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, প্রক্টর ইঞ্জিনিয়ার কাজী নুর-ই-আলম সিদ্দিকী, সকাল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আজকে এই এডমিশন ফেয়ারের মধ্য দিয়ে ইউএসটিসিতে বিদ্যমান বিভিন্ন কোর্স সম্পর্কে সকলকে জানিয়ে দেয়ায় হচ্ছে এর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ইউএসটিসির সাথে প্রায় ৮টির অধিক বিদেশী ইউনিভার্সিটির সাথে যেমন গবেষণা, একাডেমিকসহ বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের সাথে ইউএসটিসির কোলাবরেশন প্রতিনিয়ত হচ্ছে। আন্তর্জাতিকমানের উচ্চ শিক্ষা প্রদানে ইউএসটিসি সদা প্রস্তুত। স্পট এডমিশনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত এডমিশন ওয়েভার বিদ্যমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদার সুচিকিৎসার দাবিতে উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধনগরীর সিমেন্ট ক্রসিংয়ে ট্রাফিকে সচেতনতামূলক লিফলেট বিতরণ