ইউএসটিসিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) ব্যবসায় উদ্যোগ বিজ্ঞান অনুষদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক একটি সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। তিনি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধান বক্তা আবদুল্লাহ আল ইমরাজ সঠিকভাবে সিভি তৈরির কৌশল এবং সাক্ষাৎকারে সফল হওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইউএসটিসি রিসার্চ সেলের পরিচালক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন সেমিনারটি সভাপতিত্ব করেন এবং এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রা দাস। সঞ্চালনা করেন ফাতেমাতুজোহরা ঐশী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্ধানী চমেক ইউনিটের বার্ষিক রক্তদাতা সম্মাননা
পরবর্তী নিবন্ধউন্নত প্রযুক্তির চিকিৎসা সহজলভ্য করায় গুরুত্ব