ইউএসটিসিতে আইকিউএসির সেমিনার

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

ইউএসটিসিতে আইকিউএসির উদ্যোগে গত ১১ ডিসেম্বর সেপিং অ্যাকাডেমিক অ্যান্ড রিচার্স এক্টিভিটিস ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং শীর্ষক সেমিনার আইকিইএসির পরিচালক ড.অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার, স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রফেসর ড. হাসান কাওসার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সোহেল রানা এবং রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া। স্পিকার ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান এবং চবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী তানভীর আহমেদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ, সকল বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন পরিদর্শনে উপদেষ্টা নূরজাহান বেগম
পরবর্তী নিবন্ধখানবাহাদুর আহছানউল্লা (র.) একটি মূল্যবোধ ও আদর্শকে প্রতিনিধিত্ব করেন