ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ে (ইউএসটিসি) ইউএসটিসি রিসার্চ সেলের আয়োজনে গবেষণা অনুদান পুরস্কার অনুষ্ঠান (Research Grants Award Ceremony) ইউএসটিসির সেমিনার হলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রামের পরিচালক ড. মোহাম্মদ মোস্তাফা। সভায় ইউআরসি গবেষণা তৃতীয় পর্যায়ের অধীনে ইউএসটিসি’র বিভিন্ন বিভাগের ১০জন শিক্ষকবৃন্দকে গবেষণা তহবিল প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ইউআরসি প্রতিবছর বিভিন্ন গবেষণা প্রস্তাব যাচাই-বাচাইপূর্বক ইউএসটিসি’র শিক্ষকবৃন্দদের মধ্যে গবেষণা তহবিল প্রদান করে থাকেন।
এই গবেষণা প্রক্রিয়াকে উদ্বুদ্ধ করার জন্য ইউএসটিসি কর্তৃপক্ষ ইউএসটিসি রিসার্চ সেল-এর জন্য ৫ (পাঁচ) কোটি টাকা তহবিল সৃষ্টি করেছেন। সভায় প্রধান অতিথি ইউএসটিসি কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তিনি বিসিএসআইআর থেকে ইউএসটিসিকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সমাপনী বক্তৃতায় ইউএসটিসির প্রো-ভিসি ও ইউএসটিসি’র রিসার্চ সেল-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. নুরল আবছার গবেষণাখাতে ভবিষ্যতে আরো আর্থিক তহবিল বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ইউএসটিসি’র উপাচার্য গবেষণা ফান্ডের জন্য মনোনয়নকৃত ১০ (দশ) কৃতী গবেষক ও শিক্ষকবৃন্দকে গবেষণা ফান্ডের চেক হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।