ইংরেজি হরফে দাওয়াত কার্ড হীনম্মন্যতারই শামিল : সুজন

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

ইংরেজি হরফে দাওয়াত কার্ড হীনম্মন্যতারই শামিল বলে মত প্রকাশ করেছেন দারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি গত রোববার বেলা ১২টায় দারুল উলুম কামিল মাদ্রাসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আক্ষেপ করে বলেন, যে ভাষায় গল্প, কবিতা, উপন্যাস লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন সে মাতৃভাষা বাংলা কি একটা দাওয়াত কার্ড লিখার ভাষা হতে পারে না? আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, পৃথিবীর উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্ন ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে। তবে তা কোনোভাবেই মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ড. ফয়সাল কামাল চৌধুরী, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুটি ইটভাটা ধ্বংস
পরবর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে সাবেক এসআই নবী উল্লাহর সাজা বহাল