নগরীর নিউমার্কেট মোড়ে ইংরেজি ভাষায় লেখা বিভিন্ন সাইনবোর্ডের ওপর কালি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট্র, মুক্তিযোদ্ধা সংসদ-চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ব্রিগেড ৭১, বিজয় ৭১-সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুজয় চৌধুরী, মশিউর রহমান খান, ডা. আর কে রুবেল, আরফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমদ, নিজামউদ্দিন আহমদ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, মুক্তিযোদ্ধারা জলসা মার্কেটে বাটা শো রুমের ইংরেজি সাইনবোর্ড, নিউমার্কেট এলাকার বাটা, বার্জার পেইন্ট ও বিভিন্ন মোবাইল ফোনের শোরুমের সাইনবোর্ডে কালি দেন। এ সময় হ্যান্ড মাইকে জানুয়ারি মাসের আগে এসব সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহারের অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা। এরপর অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন ডা. মাহফুজুর রহমান ও মোজাফফর আহমদ। তারা বলেন, আদালতের নির্দেশ মেনে সব প্রতিষ্ঠানকে অবিলম্বে সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। আইন অনুযায়ী, সাইনবোর্ডের ওপরের ৬০ ভাগে বাংলা ও নিচের ৪০ ভাগে বিদেশি ভাষা ব্যবহার করা যাবে। এ বিষয়ে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।