ইংরেজি সাইনবোর্ড অপসারণ দাবিতে স্মারকলিপি

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

বিজয়’৭১ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ইংরেজি হরফে লেখা সাইন বোর্ড অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, চট্টগ্রামের শত শত প্রতিষ্ঠানের নামফলক বড় করে ইংরেজিতে অথচ নীচে ছোট করে বাংলায় লেখা আছে এটা সংবিধান ও দেশের প্রচলিত আইন ও উচ্চ আদালতের সরাসরি লংঘন, ৭৪ সালের ২৫ নভেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বাংলা ভাষা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন কিন্তু দেশে এখনো সর্বস্তরে বাংলার প্রচলন হয়নি। স্মারকলিপিতে অবিলম্বে এর যথাযথ ব্যবস্থা ও ইংরেজি হরফের লেখা সাইন বোর্ডগুলো উচ্ছেদের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজয় ’৭১ এর স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, উপদেষ্টা ডা. মাহফুজুর রহমান, সভাপতি সজল কান্তি চৌধুরী, স্থায়ী কমিটির কো চেয়ারম্যান ফজল আহমেদ, শ্যামল মিত্র, লায়ন ডা. আর.কে রুবেল, কুতুব উদ্দিন, মো. সেলিম, ডা. এস.এম. কামরুজ্জামান, ডা. মনির আজাদ, অধ্যক্ষ এম. সোলাইমান কাসেমী, খোকন মজুমদার রাজীব, বরুন কুমার আচার্য বলাই, ফরহাদ হোসেন, রোপী দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই