ইংরেজি উচ্চারণরীতি নিয়ে অনলাইন কর্মশালার আয়োজন করেছে নিউ এরা। দুই লক্ষাধিক শব্দের সঠিক উচ্চারণ ও ইংরেজি ভাষাভাষীদের মতো কি করে উচ্চারণ করা যায় সেই কৌশল শেখানো হয় কর্মশালাটিতে। এতে মূল লেকচার উপস্থাপন করেন শ্রাবন্তী ভট্টাচার্য। অনলাইন প্লাটফর্ম জুম ব্যবহার করে ১শ মিনিটের এ উন্মুক্ত কর্মশালাটিতে অংশ নেন মোট ৭৬৭ জন আগ্রহী। কর্মশালাটি গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ হয় রাত ৯.১৫টা পর্যন্ত। শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ভারতের তানভী আজমেরা, কানাডা থেকে ফারজানা ইসলাম।
শ্রাবন্তী ভট্টাচার্য বলেন, স্কুল-কলেজের পাঠ্যক্রমে উচ্চারণরীতি যুক্ত করা হয়নি বলে আমাদের দেশের অধিকাংশের মাঝেই ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ে দ্বিধা ও জড়তা কাজ করে। ফলে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত অনেক শব্দ আমরা প্রায়শ ভুল উচ্চারণ করে থাকি। প্রশিক্ষক তানভী আজমেরা বলেন, বর্তমান সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক বেড়ে গেছে। নিজের ঘরে বসে বিশ্বের নানা প্রান্তের দক্ষ শিক্ষকদের সাথে যুক্ত হয়ে নিজেদের উন্নত করে তুলতে পারছে শিক্ষার্থীরা, যা অনলাইন ব্যতীত সম্ভব নয়। ফারজানা ইসলাম জানান, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতে অনেকেই কাজে বা পড়তে যান, কিন্তু ইংরেজি উচ্চারণ শুদ্ধ না হওয়ায় যোগাযোগে সমস্যা দেখা দেয় এবং কথা বলতে বিব্রত হন। এক্ষেত্রে কিছু কৌশল রপ্ত করে তা নিয়মিত চর্চার মাধ্যমে এ অদক্ষতা কাটিয়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।