ইঁদুর-বিড়াল

তিথি মহাজন | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৪৫ পূর্বাহ্ণ

(৩২,১১৭)
ইঁদুর বলে আমিই সেয়ানা
ঘরে আছে নানা খানা।
মাছ, মাংস, ডিম, রুটি
আরও আছে মুড়ি, শুঁটকি।
সবাই যখন বাইরে
আমি থাকি ভিতরে।
আমি সবার রাজা
সবাই আমার প্রজা।
খাটের নিচে বিড়ালের উঁকি
নেই শব্দ, নেই হাঁকাহাঁকি।
বিড়াল দেয় মস্ত বড় লাফ
ইঁদুর বলে ওরে বাপরে বাপ।
এবার আমায় করো ক্ষমা
আসব না আর মামা।

পূর্ববর্তী নিবন্ধরেডিসনে ওয়েডিং এক্সপো কাল শুরু
পরবর্তী নিবন্ধষড়ঋতু