চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী ‘ রোড ম্যাপ অব এফ–কমার্স টু ই–কমার্স’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। প্রধান অতিথি বলেন, ফেসবুকে ব্যবসার কোনো নিরাপত্তা থাকে না। যে কোন সময় পেইজ বন্ধ বা হ্যাক হয়ে যেতে পারে। আরও বড় সমস্যা দাঁড়ায় যখন আপনার প্রোডাক্টের ছবি কেউ ব্যবহার করে ওদের প্রোডাক্টের মার্কেটিং করে। ওয়েবসাইটে ব্যবসা পরিচালনা করলে তখন এ সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না। ই–কমার্স প্ল্যাটফর্ম তৈরি করলে ব্যবসার পরিধি বৃদ্ধি হয় সাথে স্থায়িত্বও নিশ্চিত থাকবে। অনুষ্ঠানের সভাপতি আবিদা মোস্তফা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ই–কমার্স প্ল্যাটফর্মে যেতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের হাতে কলমে দেখানো হবে কীভাবে একটি ই–কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক ডা. মুনাল মাহবুব বলেন, ফেইসবুক মূলত নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ব্যবসার প্ল্যাটফর্ম নয়। ফেইসবুক ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা হলো নিশ্চয়তার অভাব। তাই এখনই ই–কমার্স প্ল্যাটফর্মেও যাওয়া খুবই জরুরি। উপস্থিত ছিলেন শামীম মোরশেদ, সীমা খাতুন এবং নূজহাত নূয়েরী কৃষ্টি। শেষে প্রশিক্ষণের প্রশিক্ষক মো. হাফিজুর রহমান মূল সেশন পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












