এবার টি–টোয়েন্টি ক্রিকেটেও সুযোগ পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এর আগে তিনি খেলেছেন টেস্ট ও ওয়ানডে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে একমাত্র নতুন মুখ ২৬ বছর বয়সী এই কিপার–ব্যাটসম্যান। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটির দলে রাখা হয়নি তাসকিন আহমেদ ও শামীম হোসেনকে। দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। তাসকিন এ বছর টি–টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম পেসার। ২৪ উইকেট নিয়েছেন তিনি স্রেফ ১৩ ম্যাচ খেলেই। যদিও বেশ খরুচে ছিলেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন ৯ করে। এখন তিনি আবু ধাবি টি–টেন ক্রিকেটে খেলছেন নর্দান ওয়ারিয়র্সের হয়ে। তার অনাপত্তিপত্র শেষ হওয়ার কথা রোববারই। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন–চার্জ শাহরিয়ার নাফীস জানান, তাসকিনের অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। টি–টেন টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরবেন এই পেসার। শামীমকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলেই নিশ্চিত করেন জাতীয় নির্বাচক হাসিবুল হোসেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টি টি–টোয়েন্টি খেলে তার রান ছিল ২। এর আগের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে এক ম্যাচে ২২ বলে ৩৩ রান করলেও অন্য দুই ম্যাচে তিনি ফেরেন শূন্য রানে। শামীমের জায়গায় যাকে নেওয়া হয়েছে, সেই মাহিদুলের সামপ্রতিক পারফরম্যান্সও খুব ভালো কিছু নয়। কাতারের দোহায় এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টে এখন তিনি খেলছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। গত মাসে জাতীয় ক্রিকেট লিগ টি–টোয়েন্টিতে ৫ ইনিংসে কোনো ফিফটি ছিল না তার। রান করেছিলেন ২৩.৬০ গড় ও ১১৬.৮৩ স্ট্রাইক রেটে ১১৮। গত অগাস্টে অস্ট্রেলিয়ায় টপএন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩ ইনিংসে করেছিলেন তিনি মোট ১৯ রান। তার সামগ্রিক টি–টোয়েন্টি রেকর্ডও খুব ভালো নয়। ৮৩ ম্যাচে তার ফিফটি স্রেফ দুটি। গত বিপিএলে অবশ্য তার পারফরম্যান্স ছিল চমকপ্রদ। সেখানে খুলনা টাইগার্সের হয়ে ৩৫.১১ গড়ে ৩১৬ রান করেছিলেন ১৭৪.৫৮ স্ট্রাইক রেটে। সাইফ উদ্দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে দলের সঙ্গে চট্টগ্রামে গেলেও শেষ পর্যন্ত স্কোয়াডে ঠাঁই পাননি। এই সিরিজ দিয়ে তিনি ফিরলেন। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার, পরেরটি শনিবার। বাংলাদেশ টি–টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।












