আয়াত হত্যার প্রতিবাদ সকল শিশু হত্যার বিচার চাই

আজাদী ডেস্ক | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

পাঁচ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং লাশ গুমের জন্য মধ্যযুগীয় কায়দায় ছয় টুকরো ও প্যাকেট ভরে সাগরে ফেলে দেওয়ার নৃশংস ঘটনায় আমরা স্তম্ভিত ও শিশুদের নিরাপত্তা নিয়ে শংকিত। আমরা কোন সমাজে বাস করছি? শিশু ও নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অথচ শিশু ও নারী অপহরণ, ধর্ষণ, হত্যা অব্যাহত গতিতে বাড়ছে। এখন যুক্ত হয়েছে নৃশংস কায়দায় হত্যা। বিচারহীনতা, মাদক, পর্নোগ্রাফি, নৈতিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। এগুলো বন্ধ করার উদ্যোগ নিতে আমরা সরকারের কাছে দাবি জানাই। পাশাপাশি শিশু, নারী হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সমাজের সবাইকে আহ্বান জানাই।
আয়াত ও বর্ষাসহ সকল শিশু হত্যার দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে শিশু-কিশোর সংগঠন শিশু কিশোর মেলা গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা সকল শিশু হত্যার দ্রুত বিচার চান।
মানববন্ধনে শিশু বর্ষার পরিবার ও এলাকাবাসী, নারী অধিকার কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। এতে সভাপতিত্ব
করেন শিশু কিশোর মেলা চট্টগ্রামের সংগঠক পুষ্পিতা নাথ। আবদুল আল জাওয়াদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা, নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক সালমা জাহান মিলি, লেখক মহুয়া ভট্টাচার্য্য, অভিভাবক সোলায়মান খান, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সদস্য সচিব প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সানজিদা তারিন, শিশু কিশোর মেলার সংগঠক লাবনী আক্তার, শ্রাবণী বিশ্বাস ও অর্পিতা নাথ।
শিশু বর্ষার বড় বোন সালেহা আক্তার রুবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, বর্ষাকে হারানোর শোকে আমাদের পরিবার এখনো স্তব্ধ। তাই বুঝতে পারি, আয়াতের মা-বাবার কি মানসিক অবস্থা হতে পারে! আমরা বর্ষা, আয়াত হত্যার দ্রুত বিচার চাই, যাতে আর কোনো শিশুকে হারাতে না হয়। বক্তারা সুস্থ বিনোদন, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরায় কলেজ ছাত্র মাসুদ হত্যা
পরবর্তী নিবন্ধনেইমারবিহীন ব্রাজিলের সামনে আজ সুইজারল্যান্ড