আবিদা সুলতানা আয়নী, বর্ষাসহ সকল শিশু হত্যার দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে শিশু কিশোর সংগঠন শিশু কিশোর মেলা, ক্ষুদিরাম পাঠাগার ও সূর্যসেন পাঠাগারের যৌথ উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিশু কিশোর মেলা চট্টগ্রামের সংগঠক পুষ্পিতা নাথের সভাপতিত্বে ও মন্দিরা বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার আহ্বায়ক আসমা আক্তার, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সদস্য সচিব প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, শিশু কিশোর মেলার সংগঠক আব্দুল আল জাওয়াদ, নেভি দে, ক্ষুদিরাম পাঠাগারের আহ্বায়ক সুদীপ্ত চক্রবর্তী, বিথী দাশ, জয় নাথ, সূর্যসেন পাঠাগারের সংগঠক আব্দুল মজিদ, তারমিন আহমেদ তিশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, শিশু আবিদা, আয়াত, বর্ষাসহ সকল শিশু হত্যার দ্রুত বিচার, নগরীতে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












