কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফার্ম ‘এলএসএফ এন্ড কোং’ এর উদ্যোগে ‘অর্থবিল ২০২২ : আয়কর, ভ্যাট ও কাস্টমে আনীত পরিবর্তন শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন শনিবার ওয়েবিনারে আলোচক ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এবং অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহমান খান।
ওয়েবিনার আলোচনায় অধ্যাপক ড. সেলিম বলেন, অর্থবিল-২০২২ এ বিশেষ করে কর্পোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমলেও বিশেষ তহবিলে অর্থ স্থানান্তর এবং ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ডে অর্থের যোগানকে ব্যবসায়িক খরচ না দেখানোর বিধানকে সুবিবেচনা করতে হবে। এছাড়া বর্তমান বিশ্ববাজারে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে নিম্ন ও মধ্যম আয়ের লোকদেরকে স্বস্তি দেওয়া এবং কর পরিশোধে আগ্রহী করে তোলার জন্য বর্তমান একক ব্যক্তির উপর করমুক্ত সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করা যুক্তিসঙ্গত। অর্থবিলের সমুদয় পরিবর্তন বাস্তবায়নে এনবিআর এবং কাস্টমসকে স্বয়ংক্রিয় করা ছাড়া কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি রাজস্ব সংগ্রহে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) সহজ প্রাপ্যতা এবং বন্দর ও শুল্ক স্টেশনসমূহে স্বয়ংক্রিয় স্ক্যানিং মেশিন স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। অর্থবিল-২০২২ এ আনীত পরিবর্তন সমূহ ব্যবসা বাণিজ্যে, শিল্পায়নে এবং বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে ভ্যাট ও কাস্টমস বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন মশিউর রহমান এবং আয়কর বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এইচএম মাইনুদ্দিন আহমেদ। এতে আইসিএমএবি এর প্রায় ২৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।












