আড়াই ঘণ্টা পর ছেড়ে গেল সোনার বাংলা এক্সপ্রেস

সীতাকুণ্ডে ইঞ্জিন বিকল

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে সীতাকুণ্ডের কুমিরায় ইঞ্জিন বিকল হয়ে প্রায় আড়াই ঘন্টা থেমে ছিলো সোনার বাংলা এক্সপ্রেস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম স্টেশন থেকে নতুন ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে প্রায় আড়াই ঘন্টা পর ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ ছিদ্দিক বলেন, সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন মাগরিবের সময় সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে যায়। কিন্তু আজ (বৃহস্পতিবার) ইঞ্জিন বিকল হওয়ায় সেটি রাত ৮টা ২০ মিনিটে সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করে গন্তব্যের দিকে গেছে। এর আগে ট্রেনটি মাগরিবের সময় থেকে উপজেলার কুমিরা স্টেশনের কাছে এসে থেমে ছিলো।

রেলওয়ে পুলিশ ও যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ফৌজদারহাটভাটিয়ারী পার হয়ে কুমিরা স্টেশনে প্রবেশের আগে হটাৎ দাঁড়িয়ে পড়ে। পরে চালক ইঞ্জিন অচল দেখে নতুন ইঞ্জিনের জন্য চট্টগ্রামে খবর পাঠালে আধ ঘন্টা পর ইঞ্জিন এসে পৌঁছায় এবং প্রকৌশলীরা অচল ইঞ্জিনটি সরিয়ে সেটি স্থাপনের কাজ শুরু করলেও সেটি স্থাপন করে ট্রেনটি ছেড়ে যেতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তাপস মিত্র জানান, সোনার বাংলা এক্সপ্রেস যথাসময়ে ফৌজদারহাট এলাকায় অতিক্রম করে যায়। এর কিছুক্ষণ পর জানা যায় এটি কুমিরা স্টেশনের আগে বিকল হয়ে দাঁড়িয়ে আছে। তবে অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম থেকে অন্য একটি ইঞ্জিন আসে। কিন্তু তা সংযুক্ত করতে কিছু সময় লাগে। ততক্ষণ এটি দাঁড়িয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফল খারাপ বলব, না রিয়েল বলব?
পরবর্তী নিবন্ধচাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদলের