আমিতো উড়ছি– হাওয়ায় নাচছি
আহা সুখ, শান্তির মাতম
তীব্র হাহাকার শেষে নীল অশ্রু
গড়িয়ে মন ভেজাল– স্নিগ্ধ বাতাস।
লোহার পাঁজরে ইটের শরীরে
গুচ্ছ গুচ্ছ গোলাপের সুবাস বয়ে,
বিষণ্ন প্রহর শেষে তুমি এলে
শীতলতা নিয়ে।
এত শান্তি, স্বস্তি কই
সুখের বিলাসিতা কই!
লাখো অসহায় চোখ তাকিয়ে পাঁজর ছুঁয়ে
ভালোবাসি বানবাসি,
এই প্রাণী নিরুপায় বড্ড বেশি।
অদৃশ্যের কসম
মন আমার কেঁপে কেঁপে ওঠে
উড়ে যায় তোমার তীরে!