জমিয়তুল ফালাহ মসজিদে আহলে বায়তে রাসূল (সা.) স্মরণে দশদিনব্যাপী ৩৯ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৬ষ্ঠ দিনে গতকাল হাজারো মানুষের ঢল নামে। গতকালের মাহফিলে সভাপতিত্ব করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, কারবালা ময়দানে নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূল (সা.) অসীম ত্যাগ স্বীকার করেছিলেন বলেই আমরা আজ সঠিক ইসলাম পেয়েছি। মন্ত্রী মোজাম্মেল হক আরো বলেন, আহলে বায়তে রাসূল (দ) কে প্রাণ উজাড় করে ভালোবাসাই ঈমানের দাবি। মাহফিলে বিদেশী আলোচক ছিলেন ভারতের কাসওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশিন আল্লামা শাহসূফি সৈয়দ আশরাফ আশরাফি আসসিমনানী। মাহফিলে কুরআন মজিদের আয়াতের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বক্তা আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী বলেন, আহলে বায়তে রাসূলের (দ) তাজিম ও সম্মান উচ্চকিত করেছেন স্বয়ং আল্লাহ পাক ও প্রিয় নবী (দ)। তাই আহলে বায়তে রাসূল (দ) কে মন প্রাণ উজাড় করে ভালোবাসাই ঈমানের অনিবার্য দাবি। আহলে বায়তে রাসূল (দ) কে মহব্বত করাই ঈমানের দাবি নিয়ে আলোচনা করেন পাহাড়তলী নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী। আহলে বায়তে রাসূলের (দ.) মর্যাদা নিয়ে আলোচনা করেন আল্লামা হাফেজ মুহাম্মদ গোলাম কিবরিয়া। মাহফিলে অতিথি ছিলেন বিচারপতি মুহাম্মদ খাইরুজ্জামান, লেখক–গবেষক মোস্তাক আহমদ, শাহসূফি মওলানা জাকের হোসেন, মওলানা নুরুজ্জামান চিশতী, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ উদ্দীন চৌধুরী, পিএইচপি ফ্যামিলির ডাইরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মুহাম্মদ আবু আহসান, জমিয়তুল ফালাহ মসজিদের খাতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন, আহসানুল করিম, সৈয়দ সেহাব উদ্দিন আলম।
কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। নাতে রাসুল (দ) পেশ করেন শায়ের মোহাম্মদ মহিউদ্দীন তানভীর। ড. জাফর উল্লাহ ও হাফেজ ছালামত উল্লাহর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ, মোহাম্মদ খোরশেদুর রহমান, আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, লায়ন দিদারুল আলম চৌধুরী, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, দিলশাদ আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, জাফর আহমদ সওদাগর, আবদুল হাই মাসুম, মনসুর সিকদার, এসএম সিরাজউদ্দোলা, এস এম সফি, ক্যাপ্টেন এনামুল হক, এএফ মোহাম্মদুর রহমান, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল ওয়াদুদ, মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, মাহবুবুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।