আহমদিয়া পাড়া ক্রিকেট একাদশ আয়োজিত ৩য় লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আহমদিয়া পাড়ায় অনুষ্ঠিত হয়। খেলায় কাটাখালি একাদশকে ছয় উইকেটে পরাজিত করে ফতেয়াবাদ একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ। আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদুল আলম এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মাষ্টার, হারুনর রশীদ, সমাজসেবক মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আজিজ, আমিনুল ইসলাম মুন্না, মোহাম্মদ হাবিব, মোজাম্মেল হোসেন, মহিউদ্দিন, মোহাম্মদ রাসেল, তানভীর হোসেন শাহ,রহমান, মোহাম্মদ মনি, রেজাউল করিম জিসান, ফয়সাল, মো. মান্নান, হাসান মিয়াজি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।