সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিকের বেশি রোগী। এদের বেশিরভাগের জন্য প্রয়োজন হচ্ছে রক্তের। দ্রুত এত রক্তের যোগান দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
রেডক্রিসেন্টের সদস্যরা রক্তের জন্য হ্যান্ডমাইকে একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছেন। যাদের রক্তের প্রয়োজন এবং যারা রক্ত দিতে চান তাদের যোগাযোগ করতে অনুরোধ করছেন। সবাইকে ব্লাড ব্যাংকের দিকে যেতে বলছেন।
হাসপাতাল পরিদর্শনে এসে চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, বিএম ডিপোতে আগুন থেকে কন্টেনারে বিস্ফোরণে আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেলে এসেছেন। এখনও আসছেন। সব চিকিৎসক ও নার্সদের হাসপাতাল কর্তৃপক্ষ জড়ো করেছেন। রক্ত দেওয়ার জন্য লোকজন জড়ো করা হয়েছে। আরও প্রয়োজন।
আহতদের স্বেচ্ছায় রক্ত দিতে গতকাল রাতেই চমেক হাসপাতালে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।









